অসাধারন একটি বই। মানুষের জীবন কখন কিভাবে বদলে যাবে, বুকে কষ্ট চেপে রেখে কিভাবে জীবন পার হয়ে যাবে, আপনার খুব কাছের মানুষ কিভাবে দূরে চলে যাবে আপনি বোঝার আগেই তা নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে। আপনি নাজুক মনের মানুষ হলে কখন আপনার চোখে পানি এসে যাবে তা বুঝতেও পারবেন না।